1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
কালিহাতীতে ভাষা সৈনিক মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নেই কোন স্থাপনা ভুল ইতিহাস জানছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম - Amader Tangail 24
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত বাসাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সখিপুর শিক্ষকের লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন নাগরপুরে বেজি গ্রুপের প্রধান বুলেট ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাসাইলে গণহত্যা দিবস পালিত গোপালপুরে ৭ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু, একই সঙ্গে দুইজনের জানাজা বাসাইল ক্লিনিক মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বাসাইলে পুলিশের উদ্যোগে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস ডামি নির্বাচন করে ক্ষমতা নবায়ন -এড.আহমেদ আযম খান তিন দিনের মধ্যে ভারতের পেঁয়াজ আসবে বাংলাদেশ- বানিজ্য প্রতিমন্ত্রী সখিপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি -বাণিজ্য প্রতিমন্ত্রী বাসাইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় বাসাইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঝলককে হত্যা

কালিহাতীতে ভাষা সৈনিক মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নেই কোন স্থাপনা ভুল ইতিহাস জানছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম

এম এম হেলাল
  • প্রকাশ : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৬৬ ভিউ

শল্যচিকিৎসক, অধ্যাপক সর্বোপরি একজন ভাষাসৈনিক ডাঃ মির্জা মাজহারুল ইসলাম ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামেও আহতদের চিকিৎসায় ছিলো তাঁর সক্রিয় অংশগ্রহণ। তিনি ভাষা আন্দোলনের প্রথম দু’টি সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন এবং প্রথম শহীদ মিনারের পরিকল্পনা ও নির্মানে তাঁর বিশেষ অবদান রয়েছে। ১৯২৭ সালের ১জানুয়ারি কালিহাতী উপজেলার আগচারান গ্রামে জন্মগ্রহণ করেন, তিনি পিতা- মির্জা হেলাল উদ্দিন বেগ, মাতা চান্দ খাতুন।

 

১৯৬১ সালে আসামে বরাক উপত্যকায় বাঙালীদের ওপরে সরকারি ভাষা হিসাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেয়ার প্রতিবাদে ১৯মে ৩৭ বছর বয়সে শিলচরে রেলওয়ে স্টেশনে হরতালে অংশগ্রহণ করেন কানাইলাল নিয়োগী। দুপুর থেকেই অসম রাইফেল্সের জওয়ানরা জায়গাটাকে ঘিরে ফেলতে শুরু করে, ২টা ৩৫মিনিটে বিনা প্ররোচনায় আন্দোলনকারী ও ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে এলোপাথারি লাঠিচার্জ করে ও বন্দুকের কুঁদো দিয়ে পেটাতে থাকে। আন্দোলনকারীদের লক্ষ্য করে তারা ১৭ রাউন্ড গুলি চালালে কানাইলালও গুলিবিদ্ধ হয়ে শিলচর সিভিল হাসপাতালে মারা যান।

 

কানাইলাল নিয়োগী তৎকালীন ময়মনসিংহ জেলার কালিহাতী উপজেলার খিলদা গ্রামে ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন, পিতা- দ্বিজেন্দ্রলাল নিয়োগী, মাতা- শান্তিকানা নিয়োগী।

 

১৯৭১ সালের ১৭এপ্রিল কালিহাতী বাসস্ট্যান্ডে পাক বাহিনীকে প্রতিরোধ করতে নেমে শহীদ হন সরকারি এম এম আলী কলেজ ছাত্র সংসদের তৎকালিন জিএস কালিহাতীর সাতুটিয়া গ্রামের আলিম উদ্দিনের (ডিলার সাব) মেধাবী ছেলে আলী আজগর। ঝগড়মানের নির্জন গোরস্তানে চির শান্তিতে ঘুমিয়ে আছেন তিনি।

 

১৯৯৫ সালের ১০সেপ্টেম্বর উপজেলার পাথালিয়ায় একটি সাংগঠনিক কর্মসূচীতে অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হোন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের তৎকালীন সহ-সম্পাদক শফি সিদ্দিকী। কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল রোডের শুরুতে শহীদ (?) শফি সিদ্দিকী নামের একটি তোরণ রয়েছে।

 

অপরদিকে ভাষা সৈনিক ডাঃ মির্জা মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধে শহীদ আলী আজগর, ভাষা শহীদ কানাইলাল নিয়োগীর নামে নেই কোনও স্মৃতিস্তম্ভ, সৌধ এমনকি রাস্তাও।
শফি সিদ্দিকী তোরণের পাশ দিয়ে দুই ছেলেকে যাচ্ছিলেন চারান গ্রামের মুক্তিযোদ্ধা সায়েরুল ইসলামের মেয়ে সাবিনা ইসলাম। শফি সিদ্দিকী সমন্ধে জিজ্ঞাসা করতেই তিনি বলেন শফি সিদ্দিকী মুক্তিযুদ্ধে সময় দেশের জন্য প্রাণ দিয়েছেন।

ঘটনাটি বলতেই বিভ্রত হয়ে বলেন, বর্তমান ও ভবিষৎ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি দূর করতে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে ভাষা সৈনিক, শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের নামেই এরকম স্থাপনা নির্মাণ করা দরকার।

 

অপরদিকে স্বাধীনতার ইশতেহার পাঠক মরহুম শাজাহান সিরাজের দক্ষিণ বেতডোবাস্থ বাড়ী স্বাধীনতা ভবনের ফটকে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ লেখা সম্বলিত ফলক স্থাপনেও বিভ্রান্তমূলক ইতিহাস জানছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। এবিষয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বিষয়টি আমরা অতি দ্রুত সংশোধন করে দিবো।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু এবিষয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার কালিহাতী উপজেলায় ভাষা সৈনিক, স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের সংগঠক অনেকেরই জন্ম এ মাটিতে, আমরাও ধন্য। প্রশাসন এসকল বীর সন্তানদের সম্মানে স্মৃতি সৌধ, স্তম্ভ নির্মাণ করে ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহন করবেন আশা করি।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা এ বিষয়ে বলেন, বিষয়টি অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। সমন্বয় সভায় আলোচনা করে স্মৃতি সৌধ, স্তম্ভ নির্মাণ ও শফি সিদ্দিকী তোরণের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় উদ্দ্যোগ ও ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews