গোপালপুর উপজেলায় নুরানী স্কলার প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীদের মাঝে ক্যাটাগরি অনুযায়ী বাইসাইকেল, ক্রেস্ট, ও শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়।
২৮ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার নঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উত্তর টাঙ্গাইল নুরানী শিক্ষক ফাউন্ডেশন কতৃক আয়োজনে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বর্ধিত অনুষ্ঠানে মুফতি নুরুজ্জামান কাসেমী সভাপতিত্বে শেখ মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হিরা, ঝওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান তালুকদার, নঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত সহ অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি আব্দুস সাত্তার কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ভূইয়াপুরী, মুফতি রেদওয়ানুল হক রাহমানী, মাওলানা ইসমাইল হোসাইন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।