- Amader Tangail 24 - https://amadertangail24.com -

ঘাটাইলে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি -২) মৎস্য অধিদপ্তর এর আওতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১১টি ইউনিয়নে ২২টি সিআইজি চাষীর মধ্যে ২২ প্রদর্শনীর উপকরণ বিতরণ,মাছের পোনা, ২.৪ টন টংওয়ে পিলেট খাদ্য ও প্রত্যেককে একটি করে সাইনবোর্ড,ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়ে) (২য় সংশোধিত) এর আওতায় ২০২১-২২ আর্থিক সালের উপজেলার তিনটি ইউনিয়নের ৩ জন প্রদর্শনী চাষীদের মাঝে মাছের পোনা,চুন,সার, খৈল ও সাইনবোর্ড টংওয়ে কম্পানির ১টন পিলেট খাদ্য বিতরণ এবং জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প (১ম সংশোধনী) এর আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা খাস পুকুরের সুফলভোগীদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা ৩৭৫ কেজি পিলেট খাদ্য ও একটি সাইনবোর্ড বিতরণ করা হয়।

বুধবার (২৫ মে) দুপুরের উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে এ সব উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোসা: ফারজানা ইয়াসমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা খাতুন,ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম সরকার (পিপিএম), উপজেলা ¯স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো: সাইফুল ইসলাম খান,সহকারী মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরেরর অন্যান্য কর্মচারীবৃন্দ।