1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
ঘাটাইল উপজেলায় দুই দশক পর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে - Amader Tangail 24
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
গোপালপুরে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় বাসাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কালিহাতীতে মনোনয়ন জমা দিলেন যারা বাসাইলে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত সখিপুর রিপোর্টার্স ইউনিটির ঈদপূনর্মিলনী বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাসাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাসাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন  নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঙ্গালী সংস্কৃতি জাগ্রত হলে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হবে নাগরপুরে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় বানিজ্য প্রতিমন্ত্রী বাসাইলে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত আমাদের মূল লক্ষ্যই হলো হস্ত ও কুটির শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া- বানিজ্য প্রতিমন্ত্রী সখিপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান

ঘাটাইল উপজেলায় দুই দশক পর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৪৮ ভিউ

 

সর্বশেষ বিগত ২০০২ সালে সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিগত ২০০৫ সালে গঠন করা হয় আহবায়ক কমিটি। তারপর থেকেই কয়েকবার আহবায়ক কমিটি পুনঃগঠন মেয়াদ বৃদ্ধি করা হলেও সম্মেলনের মাধ্যমে পূনাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। দল চলেছে আহবায়ক কমিটি দিয়েই। দীর্ঘ ২০ বছর পর সোমবার ৬ জুন অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনকে ঘিরে তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে সম্মেলন স্থল উপজেলা সদরের ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন করা হয়েছে। অতিথিদের বরণ করতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। বিলবোর্ড, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরের অলিগলি। সম্মেলনের মাধ্যমে কে হবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সে বিষয়ে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর নাম আলোচিত হচ্ছে বেশী। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যে এক ডজনেরও বেশী নেতা প্রার্থীতা ঘোষনা করে মাঠে রয়েছেন।
সোমবার ৬ জুনের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়া, আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, স্থানীয় এমপি আতাউর রহমান খানসহ দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন বিগত ২০০২ সালের ২৩ জুন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ভোটের মাধ্যমে আজমল হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম লেবুকে সাধারণ সম্পাদক করা হয়। বিগত ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শামসুর রহমান খান উপজেলা কমিটি ভেঙে দিয়ে মোয়াজ্জেম হোসেন খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করেন। বিগত ২০০৮ সালে এই আহবায়ক কমিটি ভেঙে শহিদুল ইসলামকে আহ্বায়ক করে আবার আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খানের অনুসারীরা নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাল্টা কমিটি করেন। এ অবস্থায় বিগত ২০১২ সালের জানুয়ারিতে শামসুর রহমান খান মারা যান। একই বছর মারা যান ঘাটাইল আসনের সংসদ সদস্য ডাঃ মতিউর রহমান। পরে শূন্য আসনের উপনির্বাচনের আগে শহিদুল ইসলাম লেবুকে আহবায়ক করে আহবায়ক কমিটি গঠন করা হয়। বিগত ২০১৪ সালে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও শহিদুল ইসলাম লেবুকে যুগ্ম আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে সম্মেলন করে কমিটি গঠন করতে পারেনি এই কমিটি। পরবর্তীতে বিগত ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আবার এই কমিটি ভেঙে শহিদুল ইসলাম লেবুকে আহ্বায়ক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি সকল ইউনিয়ন কমিটির সম্মেলন করে বিগত ২০১৬ সালের ৪ ডিসেম্বর সম্মেলনের আয়োজন করে। দলের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ওই সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে বিগত ২০১৭ সালের ১২ জানুয়ারী সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করে তৎকালীন শহিদুল ইসলাম লেবুর আহবায়ক কমিটি। কিন্তু শেষ মুহূর্তে তা আবারও স্থগিত করা হয়।
আহবায়ক কমিটির আহবায়ক শহিদুল ইসলাম লেবু সম্মেলনে সভাপতি প্রাথর্ী। তবে সভাপতি নিয়ে আলোচনা না থাকলেও নেতাকর্মীদের মুখে মুখে এখন একটি আলোচনা। কে হবে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। এখানে আলোচনায় যারা আছেন সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, এক সময়ের তুখোড় ছাত্রনেতা বর্তমান আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুবলীগ নেতা সুমন খান বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন আরজুসহ ৮ জন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওযার সংবাদে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের সকল পর্যায়ের নেতাদের অংশগ্রহণে সম্মেলন সফল হবে বলে আশা করি। আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান বলেন, সম্মেলনে দলের ভিতরের বিভাজন দুর করে কেন্দ্রিয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দ ও তৃনমূলের কর্মীরা সঠিক নেতৃত্ব বেছে নিবে বলে বিশ্বাস করি।

উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু বলেন, কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের পরামর্শে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবারের সম্মেলনের তৃণমূল নেতাকর্মীরা মূল্যায়িত করে কমিটি গঠন হবে বলে আশা করি।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews