- Amader Tangail 24 - https://amadertangail24.com -

টাঙ্গাইলের নাগরপুরে দাদার হাতে নাতি খুন

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে দাদা, দাতি, চাচী তিনজনে মিলে পিটিয়ে নাতিকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবাও রেজাউল হোসেন (৪০) আহত হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম রিফাত হোসেন (১৩)। সহবতপুর ইউনিয়নের ইরতা পূর্বপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। বুধবার গভীর রাতে নাগরপুর উপজেলার ইরতা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ঢাকায় একটি আড়তে কাজ করেন। বুধবার রাতে তিনি গ্রামের বাড়িতে আসেন। সাথে নিয়ে আসেন একটি বড় পাঙ্গাস মাছ। রেজাউলের বাবা আব্দুর রাজ্জাক ছোট ছেলের সাথে পৃথকভাবে থাকেন। বড় ছেলে রেজাউল স্ত্রী ছেলেকে নিয়ে পৃথক ভাবে বসবাস করেন। বাড়িতে বড় মাছ আনতে দেখে রাজ্জাক রেজাউলকে বলেন, আমরা যখন একত্রে ছিলাম তখন একটি মাছও বাড়িতে আনোনি। আমরা এখন পৃথক হয়েছি আর বাড়িতে বড় মাছ নিয়ে এসেছো। এই বলে ছেলেকে গালমন্দ করতে থাকেন। এই ঘটনায় বাবা ও ছেলের মধ্যে ব্যাপক ঝগড়া লেগে যায়। দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় রাজ্জাকের স্ত্রী এবং তার ছোট ছেলের বউ এসে ঝগড়ায় যোগ দেয়। তারা তিনজনে লাঠি দিয়ে পিটিয়ে রেজাউলকে আহত করে। পিতার এই অবস্থা দেখে তার ছেলে রিফাত এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। আহত পিতা পুত্র দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই রিফাত মারা যায়। আহত রেজাউলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত রিফাতের দাদি ও চাচীকে আটক করা হয়।