1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
টাঙ্গাইলের বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে "বাসস্ট্যান্ড অণু-পাঠাগার" স্থাপন - Amader Tangail 24
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কালিহাতীতে মনোনয়ন জমা দিলেন যারা বাসাইলে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত সখিপুর রিপোর্টার্স ইউনিটির ঈদপূনর্মিলনী বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাসাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাসাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন  নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঙ্গালী সংস্কৃতি জাগ্রত হলে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হবে নাগরপুরে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় বানিজ্য প্রতিমন্ত্রী বাসাইলে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত আমাদের মূল লক্ষ্যই হলো হস্ত ও কুটির শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া- বানিজ্য প্রতিমন্ত্রী সখিপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান সখিপুর উপজেলা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ঈদ আনন্দ সেবা সংঘের উদ্যোগে ঈদ সমগ্রী বিতরণ

টাঙ্গাইলের বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে “বাসস্ট্যান্ড অণু-পাঠাগার” স্থাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৭১ ভিউ

“বাস কাউন্টারে বাসের অপেক্ষায় আর বিরক্তি নয়,
অপেক্ষার সময়টুকু এবার বই পড়ে জ্ঞানার্জনে হবে ব্যয়”

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া শিকদার ও সহযাত্রী অনেকে। পরবর্তী বাস ১ ঘণ্টা পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তাই এসময়টা তাকে অপেক্ষা করতে হবে বাস কাউন্টারে। এই সময়টা মোবাইল ফোনে অথবা অন্যকোনভাবে নষ্ট না করে যদি বই পড়ে কাটানো যায় তাহলে কেমন হয়? অপেক্ষমান যাত্রীদের বই পড়ার এমন সুবর্ণ সুযোগ করে দিতে “বাতিঘর আদর্শ পাঠাগার” এর উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডে ঢাকাগামী কয়েকটি বাস কাউন্টারে অণু-পাঠাগার স্থাপন করা হয়েছে। বাসের জন্য অপেক্ষা করে এখন আর যাত্রীদের সময় নষ্ট হবেনা বরং বই পড়েই কেটে যাবে মূল্যবান সময়, বই পড়ার মাধ্যমে জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাবে নিশ্চিত ভাবে। এ উদ্যোগে খুশি যাত্রীরা।

সরেজমিনে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডের সকাল-সন্ধ্যা বাসকাউন্টারে গিয়ে দেখা যায়, দেয়ালে সাটানো ছোট বুক সেলফে বিভিন্ন ধরণের ২০-২৫টি বই সাজিয়ে রাখা হয়েছে। এই “বাসস্ট্যান্ড অনু-পাঠাগার’ এর বুকসেলফ থেকে অপেক্ষমান যাত্রীরা তাদের পছন্দমত বই পড়ে সময় কাটাচ্ছেন এবং চলে যাওয়ার সময় বুকসেলফে বই রেখে যাচ্ছেন।

এসময় অপেক্ষমাণ যাত্রী মাহফুজা আক্তার বলেন, অপেক্ষার এই সময়টা খুবই বিরক্তিকর। বই পড়ার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এতে করে মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি হবে এবং সুন্দরভাবে সময় কাটবে। এটি একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ।

বাস কাউন্টারে অপেক্ষমাণ আরেক যাত্রী খন্দকার মিজানুর রহমান দৈনিক গণমানুষের আওয়াজ কে জানান, চাকুরির সুবাধে টাঙ্গাইল থেকে ঢাকায় প্রায়ই যাতায়াত করতে হয়। অনেক সময় বাসের জন্য অপেক্ষ করি। এসময়টা বই পড়ার ব্যবস্থা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই।

অপেক্ষমাণ যাত্রী মারুফ উদ্দিন জানান, অনেকক্ষণ বসে থাকলেও এখন আর বিরক্ত লাগছেনা। বিরক্তির এ সময়টুকু বই পড়ে বেশ কাটছে।

সকাল-সন্ধ্যা বাস কাউন্টারের ম্যানেজার নিলিম জানান, বাস কাউন্টারে যাত্রীরা বই দেখে অবাক হয়ে যান। আমারও উপকৃত হয়েছি, যাত্রীরা অযথা খোশগল্প না করে বই পড়ে। আমিও সুযোগ পেলে এখানে বই পড়ি। এ উদ্যোগের জন্য বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সরকারি এম.এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শামছুল হুদা বলেন, বাতিঘর আদর্শ পাঠাগারের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানুষ হাতের কাছে বই পাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বই পড়ার প্রতি উৎসাহিত হবে।

জানা যায়, সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে মোঃ কামরুজ্জামান (সোহাগ) নিজ বাড়িতে গড়ে তোলেন বাতিঘর আদর্শ পাঠাগার। বর্তমানে পাঠাগারের সদস্য আর বইয়ের সংখ্যা দুটোই হাজার ছাড়িয়েছে। টিনের চৌচালা একটি ঘরজুড়ে এখন পাঠাগার। ঘরের ভেতর কয়েকটি বুকসেলফে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই। গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ইতিহাস থেকে শুরু করে চাকুরির প্রস্তুতিমূলক বই সবই আছে সেখানে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠাগার খোলা থাকে। এ সময়ের মধ্যেই চলে বই দেওয়া-নেওয়া।

পড়াশোনার পর্ব শেষ করে কামরুজ্জামান এখন বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই)। চাকরির পাশাপাশি এলাকার সমমনা তরুণদের নিয়ে বই পড়ার এ কার্যক্রম দিব্যি চালিয়ে যাচ্ছেন তিনি।

মোঃ কামরুজ্জামান জানান, যাতায়াতের পথে বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। এ সময় মানুষ গল্পগুজব করে অলস সময় পার করে। তখনই বাস স্ট্যান্ডে বই রাখার ভাবনা মাথায় আসে। এ কার্যক্রম আরো সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে জেলার বেশ কয়েকটি বাজারে সেলুন অণু-পাঠাগার চালু করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews