টাঙ্গাইলে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার বেলটিয়া বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চান মিয়ার ছেলে শুকুর আলী ও লাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম। তাদের দু’জনেরই বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেওয়ার চর গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন বেলটিয়াবাড়ি এলাকার ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়াকশর্প এর উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। সেখান থেকে ওই দুই আসামীকে ৫০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ডসহ গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।