শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে ঘাটাইল ১৮ জন,টাঙ্গাইল সদর ১১ জন, ধনবাড়ী ১১ জন, মধুপুর ৭ জন, কালিহাতী ৬ জন, ভূঞাপুর ৫ জন, দেলদুয়ার ৩ জন, সখিপুর ২ জন, গোপালপুর ২ জন, মির্জাপুর ১ জন,বাসাইল ১ জন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঢাকায় প্রেরিত গত বুধবার এবং বৃহস্পতিবারে ২২৪টি নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৩৬২ জন, আর চিকিসাধীন রয়েছেন ৬১০ জন। এদের মধ্যে বাড়িত থেকে চিকিৎসা নিচ্ছে ৫৮১ জন।
সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।মৃত্যুর হিসাবেও সদর উপজেলায় সবচেয়ে বেশি।
জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১, জুন মাসে ৪৪৭ এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়।
মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। অপরদিকে জেলায় করোনা শনাক্তের ১২৭তম দিনে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঘাটাইল পৌরসভার হিসাবরক্ষক এবং একই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানও করোনায় আক্রান্ত হয়। অপরদিকে সখীপুর উপজেলায় বেসরকারি হাসপাতালের এমবিবিএস চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
টাঙ্গাইলে ১২টি উপজেলায় করোনায় আক্রান্তের দিক দিয়ে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৩৪, মির্জাপুরে ৩৭৯, মধুপুরে ১৪২, সখীপুরে ১০৩, কালিহাতীতে ১০৬, ভুঞাপুরে ১০৩, ঘাটাইলে ১১৪, গোপালপুরে ৭২, দেলদুয়ারে ৭৪, নাগরপুরে ৬২, ধনবাড়ীতে ৬৮ এবং বাসাইল উপজেলায় ৪৯ জন রয়েছে।