প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২০, ১২:২৫ পি.এম
টাঙ্গাইলে ট্রাক-লরি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক-লরি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার এসআই আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.