টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।
গত (১৫অক্টোবর) শনিবার রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধুপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক বাসটি মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সিএনজি'র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.