টাঙ্গাইলের পৌর শহরের পলাশতলী এলাকার সালমা টাওয়ারের সামনের একটি বৈদ্যুতিক খুটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার(১৫ আগস্ট) বিকেলে পৌর শহরের ময়মনসিংহ রোডের পলাশতলী এলাকার সালমা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, পৌর শহরের বহুতল ভবন সালমা টাওয়ারের সামনের বৈদ্যুতিক খুটিতে ভয়াবহ অগ্নিকান্ডের সংবাদ পেয়েই তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনা স্থলে যায়। আগুনের তীব্রতা বেশি হলেও অত্যান্ত ঝুঁকি নিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনাসহ পুরোপুরি নির্বাপণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুনে বৈদ্যুতিক খুটিতে থাকা ডিস লাইনের ক্যাবলসহ ইন্টারনেটের ক্যাবল পুড়ে গেলেও আশাপাশের ভবনে আগুন ছড়াতে পারেনি। এ কারণে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলেও জানান তিনি।