মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারই কথা ফিরিয়ে দিয়ে ‘প্রতিশোধ’ নিলেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। ১১ মাস আগে ট্রাম্পের করা টুইট দিয়েই এবার ট্রাম্পকেই খোঁচা মারলেন তিনি।
টুইটারে কিশোরী গ্রেটা লিখেছেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ডোনাল্ডের অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, ডোনাল্ড, চিল!’
ঠিক একই কথাগুলো ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেটাকে বলেছিলেন ট্রাম্প। সেই বাক্যে সুইডিশ কিশোরী নিজের নামের জায়গায় শুধু ট্রাম্পের নাম বসিয়ে দিয়েছেন।
গ্রেটা টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ হওয়ার পর ট্রাম্প টুইটে একজনের কমেন্টে এভাবে রিপ্লাই দেন, ‘একদম হাস্যকর। রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে গ্রেটাকে অবশ্যই কাজ করতে হবে। তারপর একজন বন্ধুর সঙ্গে পুরোনো দিনের একটি মুভি দেখতে যেতে হবে! চিল, গ্রেটা, চিল!’
গ্রেটা এই স্ট্যাটাস দেয়ার পর লাইক-কমেন্টের হিসাবে তা ট্রাম্পকেও ছাড়িয়ে গেছে। মাত্র চার ঘণ্টার ব্যবধানে ট্রাম্পের চেয়ে বেশি রিয়্যাক্ট পড়ে তার পোস্টে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.