যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য তোলা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন।
“উই বিল্ড দ্য ওয়াল“ প্রচারণার মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে ব্যানন এবং তার আরও তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে ২৫ মিলিয়ন ডলার (২ কোটি ৫০ লাখ) ডলার চাঁদা তোলা হয়েছিল।
বিচার বিভাগ বলছে, ওই তহবিল থেকে ব্যানন একাই ১০ লাখ ডলার হাতিয়ে নেন।
২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.