টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচুত্য হওয়ার প্রায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গতরাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় উত্তর ও দক্ষিণ দিকের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ঘটনার পর হতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.