টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদর ও ডুবাইল ইউনিয়নের বিভিন্ন বাজারে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করতে ও ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎতে ব্যস্ত সময় পাড় করছে উইলিয়াম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী দেলদুয়ার নাগরপুর সংসদীয় আসনের এমপি প্রার্থী নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম উইলিয়াম। উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দেলদুয়ার সদর ইউনিয়নের ডুবাইল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন। গণসংযোগ কালীন সময়ে তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা’র নৌকাকে বিজয়ী করতে সকলকে সঙ্গবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান।
তিনি আরো বলেন, নৌকার পক্ষে জনমত সৃষ্টি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে আমরা নির্বাচনী বিধি অনুযায়ী শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো ।