টাঙ্গাইলের দেলদুয়ারে ১৮ দিন বয়সের রায়হান ইসলাম নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার(৩১ আগষ্ট) সকালে উপজেলার লাউহাটী ইউপি’র লাউহাটী মধ্য পাড়ায় শিশুর নিজের বাড়ির পাশের ডোবা থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রায়হান ওই গ্রামের জহিরুল ইসলামের একমাত্র ছেলে।
পুলিশ এবং রায়হানের পারিবারিক সূত্রে জানাযায়, রোববার(৩০ আগষ্ট) শোবার ঘর থেকে জহিরুল ইসলামের একমাত্র ছেলে রায়হান নিখোঁজ হয়। খোঁজ করে রায়হানকে না পেয়ে দেলদুয়ার থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে ডোবায় ভাসমান শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ ব্যাপারে দেলদুয়ার থানার উপ পরিদর্শক অশোক কুমার জানান, নিহত রায়হানের নানা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.