টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকদ্রব্যসহ মুশুদ্দি ইউনিয়নের যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন__মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান (৪০), একই ইউনিয়নের মুশুদ্দি পূর্ব পাড়ার হাফিজুর রহমান (৪৪) ও মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৫)। গত বুধবার গভীর রাতে ইয়াবা ও হিরোইনসহ মুশুদ্দি পূর্বপাড়া জামতলা মোড় থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু নোমান ওই দুই সহযোগি নিয়ে গভীর রাতে সেবনকারীদের কাছে ইয়াবা বড়ি ও হিরোইন বিক্রির অপেক্ষা করছিল। গোপন সংবাদে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান চালিয়ে আটক করে। পরে তাঁদের তল্লাশি করে ৩৫পিস ইয়াবা বড়ি ও ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করে। অভিযানে নেতৃতে দেয় উপপরিদর্শক সবুজ আহম্মেদ।
এলাকাবাসীরা জানান, ওই তিনজনই উপজেলা ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী। মাদকের একধিক মামলাও রয়েছে এ কারবারীদের নামে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেল হাজাতে প্রেরণ করেছে।’
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.