টাঙ্গাইলের ভূঞাপুরে নদীতে গোসলে নিখোঁজের ১৮ ঘণ্টাপর মুক্তাদির (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মোস্তাকিম ভূঞাপুর পৌর শহরের টেগুরি পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, গত শুক্রবার ২৩ আগস্ট বিকাল ৩ টার দিকে বাড়ির পাশে লৌংজং নদীতে গোসলে নামে মুক্তাদির। শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শনিবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে থেকে তার মরদেহ উদ্ধার করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, শুক্রবার বিকালে
ভূঞাপুরের লৌহজং নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়। পরে শনিবার সকালে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.