প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২০, ৩:২৮ পি.এম
পৌরনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভা
টাঙ্গাইলে পৌর নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ইউনিট থেকে প্রার্থীদের নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। জেলা কমিটি যাচাই-বাছাই করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠাবে। একই সঙ্গে টাঙ্গাইল শহর কমিটিসহ বিতর্কিত শাখাগুলোর দায়িত্ব জেলা কমিটির নিকট সর্বসম্মতিক্রমে অর্পণ করা হয়। জেলার সভাপতি, সাধারণ সম্পাদক তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, শাজাহান আনছারী, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.