ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মো. ইমন নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মো. ইসমাইল হোসেনের পুত্র ও স্থানীয় পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গত শুক্রবার (১৯ জুন) ওই ছাত্র তার ফেসবুক আইডিতে মোবাইল ফোনের কলরেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে এক অশোভন লেখা পোস্ট করে। এরপর শনিবার (২০ জুন) হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ভালুকা মডেল থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইমনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, যেহেতু ছেলেটি অপরিণত বয়সের, তাই আটকের পর রোববার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.