ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রযুক্তিগত ও আইনগত সহায়তা দিতে নতুন উদ্যোগ নিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ।
নতুন এই উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি হেল্পডেস্ক’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার এই উদ্যোগের কথা জানান।
এদিন সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি বলেন, কারো ফেইসবুক হ্যাক হলে তাদের প্রযুক্তিগত ও আইনগত সহায়তা দিতে তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন ‘সাইবার সিকিউরিটি হেল্পডেস্ক” প্রতিষ্ঠা করা হচ্ছে।
দেশে যত সাইবার ক্রাইম হয় তারমধ্যে প্রায় ৭০ শতাংশ কিশোরী তার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার অপরাধে শিকার হওয়া কিশোরীরা মানসিকভাবে ভেঙ্গে না পড়ে ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নিতে পারে।
‘শিক্ষার্থীদের ইন্টারনেট ও ফেইসবুক পাসওয়ার্ড প্রদান ও সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে’ বলছিলেন প্রতিমন্ত্রী।
তিনি পরিচয় যাচাই না করে ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
পলক বলেন, সন্তানদের মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক , অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানেরা ডিজিটাল প্লাটফর্মে কখন, কার সাথে যুক্ত হচ্ছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার স্পেসে নিরাপদ রাখতে মূলত যে ৪ টি পূর্বশর্ত নিশ্চিত করতে হয় সেগুলো হচ্ছে প্রথমত, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি। দ্বিতীয়ত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান। তৃতীয়ত, প্রযুক্তিগত সক্ষমতা। চতুর্থত, আইনের কঠোর প্রয়োগ।
তিনি সত্য-মিথ্যা যাচাই না করে ইন্টারনেটে শেয়ার না করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিসিএ নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার ইসলাম আনু।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএ উপ-নিয়ন্ত্রক হাসিনা বেগম।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.