প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২০, ৮:৫৪ এ.এম
বিজিবির বাঘারচর বিওপির অভিযানে ৫৫৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১ আসামী আটক
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দশনায় সোমবার (০৬ জুলাই) বাঘারচর বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতত্বে ০৬ সদস্যর একটি টহলদল গােপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বিওপি সংলগ্ন পাঁকা রাস্তার উপর রমারী হতে ঢাকাগামী রিফাত পরিবহনর একটি বাস তল্লাশী করে ১ জন আসামীসহ ৫৫৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি মােবাইল ফােন এবং বাংলাদেশী নগদ ৭৭০/- টাকা আটক করত সক্ষম হয়। যার সর্বমােট সিজার মূল্য-১,৬৭,৬৭০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আজাদুল ইসলাম (৩০), পিতা- মোঃ জয়নাল আবদীন, গ্রাম-চর হিজলামারী, পােস্ট-যাদুরচর, উপজেলা-রমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে মালামালসহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমান সরকারর মাদকের বিরুদ্ধে “জিরাে টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.