1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
বৈঠার তালে তালে মুখরিত যমুনায় লাখো মানুষের ঢল - Amader Tangail 24
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন দুই সাবেক মন্ত্রীর প্রভাব, স্থানীয় আওয়ামী রাজনীতিতে অনৈক্য বাড়াবে নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ সখীপুরে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে নিয়োগ পরীক্ষা টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে টাঙ্গাইলের চমচম স্বাদে-গন্ধে সেরাদের সেরা নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা; আটক ৬  কালিহাতীতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক নাগরপুরে পথচারীদের বিশুদ্ধ পানি দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা  মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি শুভ গরমে শরীর পানিশূন্য করে দেয় যেসব খাবার ও সবজি কালিহাতীতে হিটস্ট্রোকে প্রাণ হারালেন বৃদ্ধ মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে পথচারীদের শরবত পান নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২ কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বৈঠার তালে তালে মুখরিত যমুনায় লাখো মানুষের ঢল

জুলিয়া পারভেজ
  • প্রকাশ : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ ভিউ
আবহমান গ্রাম-বাংলার প্রাচীন লোক-ঐতিহ্য ও সমৃদ্ধ পরিচিত নাম নৌকা বাইচ। হাজার বছর থেকে গ্রামাঞ্চলের জনপদের জীবনপ্রবাহ ও বিরামহীন এই জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। সেইসঙ্গে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বিভিন্ন ধরণের উৎসব মুখোর প্রচীন খেলা-ধুলা। তার সঙ্গে এ দেশের লোককৃষ্টির একটি অঙ্গ নৌকা বাইচ যা হারিয়ে যেতে বসেছে। জমছে না অতীতের মতো আজকাল আর নৌকা বাইচ প্রতিযোগিতা।
তবে, প্রাচীন ও গ্রাম-অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা বাইচকে বাঁচিয়ে রাখতে বিগত কয়েক বছর ধরে  টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের নিজ উদ্যোগে যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী পুরাতন ফেরিঘাট ও বৃহত্তর গরুর হাটের উত্তর-পশ্চিম পাশে কুকাদইর এলাকায় দুই দিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
এরই ধারাহিকতায়  শুক্র ও শনিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) দুইদিনের নৌকা বাইচ অনুষ্ঠি হয়। প্রথম দিন নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন, এমপি ছোট মনির। তার পরেই শুরু হয় যমুনার তীরে থৈ থৈ পানির ঢেউয়ে ডাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দে ছন্দে মন মাতানো নৌকা বাইচ।  নিজ জেলা ও অন্য জেলা থেকেও  সুসজ্জিত রঙবেরঙের নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম বাংলার ভাটিয়ালি, সারিগান আর বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে চারপাশ।
 নৌকা বাইচে সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম, ছোট মনির সহধর্মিনী ঐশী খান প্রমুখসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্র ও শনিবার সারাদিন নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে শনিবার সন্ধায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন যমুনাত তরী, নিকরাইল এবং দ্বিতীয় স্থান অর্জন করেন মানিক তরী।এতে প্রথম পুরস্কার একটি মটরসাইকেল ও দ্বিতীয় পুরুষ্কার একটি ফ্রিজ চূড়ান্ত বিজয়ীদের মাঝে প্রদান করেন স্থানীয় সংসদ ছোট মনির। নৌকা বাইচটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ও সাধারণ স¤পাদক দুলাল হোসেন চকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
যমুনা নদীতে দুই দিনের এ নৌকা বাইচে টাঙ্গাইল সদর, ভূঞাপুর ছাড়াও  সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ প্রায় অর্ধ শতাধিক নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচের একদিন আগে সকাল থেকেই টাঙ্গাইল ও ভূঞাপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাইচের নৌকা অনুষ্ঠান স্থানে এসে উপস্থিত হয়। নৌকা বাইচের উদ্বোধনের দিন শুক্র-শনিবার সকাল থেকে আসতে শুরু করে সরবস্তরের মানুষ।
 নৌকা বাইচের প্রথম দিন শুরু দুপুর  থেকে গোবিন্দাসী ঘাটের আশে পাশে লাখো মানুষের সমাবেত হয়। দর্শনার্থীরা উচ্ছাস ও আনন্দে মেতে উঠেন নৌকা বাইচ দেখতে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নদীর তীরবর্তী এলাকায়। এছাড়াও নৌকা বাইচকে কেনদ্র করে নদীর কুকাদাইর কালো সড়কে নানা রকম দোকানপাট গড়ে ওঠে। নৌকা দেখতে আসা  লোকজন প্রতিবারই এমন নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
সংসদ সদস্য ছোট মনির বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন। প্রতিবছর যমুনা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়, আগামীতেও এ  প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews