টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের স্ত্রীকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে তার বাড়ীর কাছে এ ঘটনা ঘটেছে বলে জানান ।
আহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ীর পাশে তাদের পৈত্তিক একটি সম্পত্তিতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের নামে জমির পরিমান দেওয়া একটি সাইনবোর্ড ছিল। পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের হিটলার তালুকদার হিটুসহ আরো ৫/৬জন সন্ত্রাসী নিয়ে ওই সাইনবোর্ড তুলে এবং ছিঁড়ে ফেলে। এছাড়া মৃত বীর মুক্তিযোদ্ধার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাঁর স্ত্রী শেফালী বেগম বাঁধা দিতে গেলে তাকে বেধরক মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে পাঠায়।
হাসপাতালে সয্যা অবস্থায় শেফালী বেগম জানান ,আমি সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন হাটাহাটি করি সেদিনও হাটতে বের হয়েছি,হাটার একসময় দেখি আমার স্বামীর জমিতে লাগানো একটা সাইনবোর্ডে হিটু পাড়াইতেছে দেখে কাছে যাই। আমি যাইয়া কইছি বাবা তুই ওইটা পাড়াও ক্যা,ওইডা একটা মুক্তিযোদ্ধার সাইনবোর্ড এইডা মাইনসে পাড়ায়,তাই বলাতে হিটু খারাপ ভাষায় গালাগালি করে আর আমারে ধইরা একটা ঘুষি মারে পরেই তলপেটে লাথি দিলো তখন আমিস অপারেশন করুইনা সিজার করুইনা আমি হেসুম নাই তার পরে কি হইছে আমি ক হামুনা বাবা।
এলাকাবাসীর সূত্রে জানা যায় হিটু বীর মুক্তিযোদ্ধার নামের সাইনবোর্ডটি তুলে ছিঁড়ে ফেলেছেন।
এ বিষয়ে হিটুর সাথে কথা বল্লে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং তিনি বলেন,আমার চাচি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন আমি মারধরের বিষয়ে যানি না।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আমাদের কাছে শেফালীর পরিবারের কাছে থেকে অভিযোগ পেয়েছি । এখন প্রাথমিক তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.