হঠাৎ করেই ভ্যাপসা গরম। রাজধানী ঢাকা ও টাঙ্গাইলবাসী একপ্রকার অসহ্য যন্ত্রনায় আছে। এর মাঝেই এক পশলা বৃষ্টি কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা চালিয়েছে। গতকালই দেশের কিছু জায়গায় যে বৃষ্টি হতে পারে, সে পূর্বাভাস সোমবারই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বেলা ১১টার দিকে ঢাকার বেশিরভাগ এলাকায় শুরু হয় বর্ষণ। তবে আধা ঘণ্টার মধ্যে বৃষ্টি কমে যায়। টাঙ্গাইলের বাসাইলেও দুপুর ০১ টায় এক পশলা বৃষ্টি হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে ২৪ ঘণ্টার আবহওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা,বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।