টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মা ইলিশ রক্ষায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর । রাতভর এই অভিযানে ৩ জনকে আটক হয়। নতুন ও পুরাতন মিলিয়ে জব্দকৃত ২০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ৩০,০০০ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা, নাগরপুর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের জানান, অভিযানের প্রথম দিনেই মা ইলিশ মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে "দণ্ডবিধি,১৮৬০" অনুযায়ী জেলেদের প্রত্যেককে ১(এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন,মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.