বাসাইলের মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার (৫ মার্চ) দিনব্যাপি স্কুল চত্বরে এই অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় পাঙ্গণে এক আলোচনা হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান ও প্রাক্তন ছাত্র সোহানুর রহমান (সোহেল), উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মুহাম্মাদ বাবুল হাছান, প্রাক্তন শিক্ষক বাবু জগদীশ কর্মকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য বাবু গৌরাঙ্গ সূত্রধর, সারাধরণ সম্পাদক জুলহাস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী প্রমূখ।