টাঙ্গাইলের মির্জাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধ ‘অর্জন’ এ স্থানীয় সংসদস সদস্য খান আহমেদ শুভ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ,আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব, মহেড়া পেপার মিল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল আটটায় সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে একই মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র শহীদুর রহমান শহীদ, মোশারফ হোসেন মনি প্রমুখ। সন্ধায় একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.