- Amader Tangail 24 - https://amadertangail24.com -

লৌহজং নদী – আখতার বানু শেফালী

লৌহজং নদী

আখতার বানু শেফালী

 

টাঙ্গাইল শহরের পাশে ছিলো এক নদী
কলকল ছলছল করে বয়ে যেতো নিরবধি।
দুই পাড়ে ছিলো তার ছোট ছোট বাড়ী
গাছের ছায়া, মায়া দিয়ে রেখে ছিলো ভারী।
নদীর পাড়ে বসে রাখাল বাজাতো বাঁশী
বাঁশীর সুর শুনে কারো মন হতো উদাসী।
ছোট ছোট নাও যেতো ভাটিয়ালী গেয়ে,
তীর বেগে ছিপ নাও যেতো বৈঠা বেয়ে।
ছোট বড় মাছ সেথা ধরা পড়তো জালে,
নদীর পানি নিয়ে কিষাণ জমিতে ঢেলে।
নদীর পাড়ে ফসল ফলাতো যতন করে
সোনার ফসলে নদীর পাড় যেতো ভরে।
নদীর পাড়ে চড়ে বেড়াতো গরু ছাগল কতো
চোখে যেনো ভাসে সব ছবির মতো।
ছেলে মেয়েরা দল বেধে কাটতো সাঁতার
বড়োরা কতো কাজে ব্যস্ত নদীতে তাহার।
যমুনার শাখা নদী নাম তার লৌহজং,
ভরা বর্ষায় দেখা যেতো তার উত্তাল ঢং।
বড়,বড় মহাজনী,বজরা,পানসীর ভিড়,
কুলে কতো হৈ চৈ ব্যবসা ব্যস্ততা অধীর।
এখন সেই নদীটির কোনো চিন্হও নেই
গেলে নদীটিরে না পেয়ে হারাই যে খেই।
স্রোত হারা গতি হারা নদীটি নর্দমা যেনো
নদীটিতে আবর্জনা ভরা প্রান নাই কোনো
শুনছি নদীটি নাকি জনগন করবে উদ্ধার
নদীটি পাবে ফিরে পুনরায় জীবন তাহার।
আবার জমবে মেলা নৌকা বাওয়ার খেলা
নদীটি হবে আবার প্রান চঞ্চল ভাবি এই বেলা।
দুইকুল আবার উঠবে জেগে হবে মাতোয়ারা
সম্পদ আর সৌন্দর্যে ভরবে নদীটির ধারা।
এই ভাবে নদীটি বেঁচে থাকে যেনো যুগ যুগ
সারা বছর পানির কলতানে ভরা থাকে বুক।