জাতীয় সংসদ সদস্যদের (এমপি) দাপ্তরিক কাজের গতি বাড়াতে একটি ল্যাপটপ ও প্রিন্টার দেওয়া হচ্ছে। প্রতিটি ল্যাপটপের দাম ৯০ হাজার ও প্রিন্টারের দাম ২০ হাজার টাকায় কেনা হয়েছে। সংসদের সকল সদস্যকেই পর্যায়ক্রমে এই ল্যাপটপ দেয়া হবে।
ইতোমধ্যে সংসদ ভবন থেকে এমপিদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার বিলি শুরু হয়েছে। একমাস তাদের মধ্যে এই দুটি যন্ত্র বিলি করা হবে।
সাংসদদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য এসব ল্যাপটপ ও প্রিন্টার দেয়া হচ্ছে। তারা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দাপ্তরিক সিদ্ধান্তগুলো বাড়িতে থেকেই নির্দেশনা দিবেন বলে জানা গেছে।
জানা গেছে, মন্ত্রণালয়ের ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এমপিদের এসব দেয়া হচ্ছে। মন্ত্রণালয় ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদের আইটি বিভাগ।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.