স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) টাঙ্গাইল শহীদ মিনারে সকাল ১১ টার দিকে শহরের নিরালাড় মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী, বজলুল রহমান, কাওছার আহমেদ, মো. আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এভাবে আর কত দিন আমরা বসে থাকবো? চলতি মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা।
অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.