সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৬শে মার্চ) সকালে এ উপলক্ষ্যে সখিপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রত্যুশে সখিপুর থানা পুলিশের পক্ষ হতে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনা সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬.টায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সখিপুর কুকিলাপাবন স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সকাল আট আনুষ্ঠানিকভাবে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী কারজানা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জুলফিকার হায়দার কামাল,সহকারী কমিশনার (ভুমি)জাকিয়া সুলতানা, ও থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াজের)। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, সাবেক উপজেলা কমান্ড বীরমুক্তিযোদ্ধা এম ও গনি প্রমুখ। এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাগন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কচুয়া পাবলিক উচ্চ বিদ্যািলয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাসাইল সখিপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)ও সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী জনাবা ফারজানা আলম।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর পৌরসভার তিন তিনবারের সফল মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হানিফ আজাদ,চর্চাপদ গবেষক প্রফেসর জনাব আলীম মাহমুদ,টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য জনাব মোঃ আনোয়ার তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়া সখিপুরের ১৯৭১এর কাদেরীয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত“ মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে “নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়।