- Amader Tangail 24 - https://amadertangail24.com -

সখিপুরে স্বর্ণকার পট্টি সহ ৪৪ মণ্ডপের প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

টাঙ্গাইলের সখিপুরে স্বর্ণকার পট্টি সহ ৪৪টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১ অক্টোবর থেকে পূজা শুরু হয়ে গত মঙ্গলবার দশমীর বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হলো সকল অনুষ্ঠান। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসনে ইতিমধ্যে পর্যবেক্ষক দল গঠন করেছিল উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালকে উপদেষ্টা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমকে সভাপতি করে ১৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছিল । উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম গত সোমবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় পুজামন্ডপসহ উপজেলার বেশকয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। সখিপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে স্বণকার্র পট্টিতে হীরা সাগর জুয়েলার্স ও শেফালী জুয়েলাস এর সামনে পুজা মন্ডপ অবস্থিত, মনোরঞ্জন কর্মকার এর সভাপতিত্বে গত ১ অক্টোবর হতে ষষ্ঠী পুজার মাধ্যমে শুরু হয়ে গত সোমবার মহা অষ্টমী পুজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাত ১০ টায় উপস্থিত থেকে বত্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তি যোদ্ধা জনাব আবু হানিফ আজাদ, আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম কাজী বাদল। উপস্থিত ছিলেন সখিপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, পুজা আয়োজক কমিটির সাধারন সম্পাদক দুলাল কর্মকার, প্রমুখ। কৃষ্ণ কর্মকার ও হরিপদ কর্মকার ভক্ত বলেন আমরা পুজা উদযাপন করতে আমাদের কোনো অসুবিধা হয়নি । তারা বলেন মহা অষ্টমী প্রতিপাদ্য হচ্ছে যাহারা খারাপ কাজ করবে তাদের মা দুর্গাদেবীর হাতে অসুর বদ হবে অর্থাৎ মারা যাবে এবং দশমীতে নৌকায় চড়ে ফিরে যাবে কৈলাসে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত পুজার অনুষ্ঠানে থেকেছেন। প্রতি দিন রাত্রে ৪/৫ শত ভক্ত উপস্থিত থেকে পুজার অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানের মধ্যে আর্কশনীয় ছিল মহিলা পুরুষের আলতি দেওয়া। ডাক ঢোল বাজিয়ে মহা ধুমধামে ভক্তরা উপভোগ করেছেন। এখানে হিন্দু ধর্মাবলীর লোকজন ছাড়াও অন্য ধর্মাবলীর লোকজন উপস্থিত থেকে পুজার অনুষ্ঠান উপভোগ করেছেন। গত মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা শেষে সন্ধ্যায় স্বর্ণকার পট্টিতে অবস্থিত দেবী দূর্গা প্রতিমা পৌরসভার আলীম মাহমুদের পুকুরে এবং উপজেলার কেন্দ্রীয় মন্দির এর দেবী দূর্গা প্রতিমা উপজেলা পুকুরে বির্সজন দেওয়া হয়।