সিরাজগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে। রোববার(১৬ আগস্ট) বিকেলে উল্লাপাড়া উপজেলায় জেলা প্রশাসন ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ এ তথ্য জানায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শেরপুর থানার মোঃ মজিনের ছেলে মোঃ মিজানুর রহমান(৩২),উল্লাপাড়ার জগজীবনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৫), চড়িয়া শিকার এলাকার চাঁদ আলীর ছেলে মোঃ আবুল হাসান(৩৪) ও সলঙ্গা উপজেলার ও একই এলাকার ছাবেদ আলীর ছেলে মোঃ ইয়াছিন আলী(৬০)।
র্যাব জানায়, রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে মিজানুর রহমান, মামুন, আবুল হাসানকে এক মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেন। এছাড়াও একই অপরাধে ইয়াছিনকে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান।
এসময় র্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজসহ একটি অভিধানিক দল উহস্থিত ছিলেন।