প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২০, ৫:১৪ এ.এম
সিরাজগঞ্জে চার মাদকসেবীর কারাদণ্ড
সিরাজগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে। রোববার(১৬ আগস্ট) বিকেলে উল্লাপাড়া উপজেলায় জেলা প্রশাসন ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ এ তথ্য জানায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শেরপুর থানার মোঃ মজিনের ছেলে মোঃ মিজানুর রহমান(৩২),উল্লাপাড়ার জগজীবনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৫), চড়িয়া শিকার এলাকার চাঁদ আলীর ছেলে মোঃ আবুল হাসান(৩৪) ও সলঙ্গা উপজেলার ও একই এলাকার ছাবেদ আলীর ছেলে মোঃ ইয়াছিন আলী(৬০)।
র্যাব জানায়, রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে মিজানুর রহমান, মামুন, আবুল হাসানকে এক মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেন। এছাড়াও একই অপরাধে ইয়াছিনকে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান।
এসময় র্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজসহ একটি অভিধানিক দল উহস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.