1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
২০০ বছরের পুরাতন করটিয়ার হাট - Amader Tangail 24
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
বাসাইলে ৫১টি  অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস ভূঞাপুরে কলেজ কর্তৃপক্ষের জালিয়াতির বলির পাঠা ২২ শিক্ষার্থী পারলো না এইচএসসি পরীক্ষা দিতে বাসাইলে ২ লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস সখিপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বাইসাইকেল পেল ৬০ জন নারী শিক্ষার্থী আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালপুরে বণার্ঢ্য র‍্যালী ও আলোচনা সভা ভূঞাপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উল্লাপাড়ায় শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে বিনষ্ট : থানায় অভিযোগ  মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত টাঙ্গাইলে বজ্রাপাতে কৃষকের মৃত্যু এমআরডিআই মেন্টরশিপ পেলেন সাংবাদিক চন্দন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গোপালপুরে শত বছর পুরানো হাটে কুরবানীর পশু ক্রয় বিক্রয় খুশি সকলে উল্লাপাড়ায় দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঘাটাইল পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ 

২০০ বছরের পুরাতন করটিয়ার হাট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৮৮ ভিউ
“চমচম, কাঁসারবাসন ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলে বাড়ি।” শুধু কথিত নয় বাস্তবেও তাই।জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হলো “করটিয়ার হাট”। ২০০ বছরের পুরাতন টাঙ্গাইলের করটিয়া হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারী কাপড়ের হাট। দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের মিলনমেলা বসে এই হাটে।
করটিয়ার হাট সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও বুধবার বসে। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত চলে পাইকারী বেচাকেনা।দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ক্রেতা আসেন তাদের পছন্দ মতো কেনাকাটা করেন।মঙ্গলবার ভোর থেকেই হাজারো ব্যবসায়ী ও ক্রেতাদের ঢল নামে এই হাটে। দেশের নানা প্রান্তের তৈরি কাপড় নায্য দামে বিক্রি হয় বলেই এই হাটটির এত সুনাম।বৃহৎ কাপড়ের হাটের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন ও জীবিকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,করটিয়া হাট সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও বুধবার বসে। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত চলে পাইকারী বেচাকেনা। বৃহস্পতিবার চলে খুচরা বেচাকেনা। এদিন খুচরা কাপড়ের সাথে চলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বেচাকেনা। পাইকারী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্ধেক দামে শাড়ি কাপড় কেনা যায়। কিন্তু খুচরা বিক্রয়ের সময় শাড়ি কাপড়ের দামটা তখন বেড়ে যায়।দেশের বিভিন্ন জেলার তৈরিকৃত প্রিন্টের বিভিন্ন প্রকার শাড়ি, থ্রিপিস, পাওয়া যায়। এছাড়াও হাটে থান কাপড়, শার্ট, প্যান্ট পিস, পাঞ্জাবীর কাপড়, ছাপা কাপড়, গামছা, উড়না, তোয়ালে ও লুঙ্গির বেচাকেনা চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা পাইকারী দামে কাপড় বিক্রি করছেন।ক্রেতারাও পছন্দ মতো কাপড় কিনছেন।
ব্যবসায়ী রমজান আলী বলেন,১৫ বছর ধরে পাইকারি শাড়ী কাপড় বিক্রি করি।করোনার সময় কাপড়ের ব্যবসা করতে পারি নাই। সুতার দাম বেশি শ্রমিকদের মুজুরি বেশি।আমরা কাপড়ের জাত ব্যবসায়ী। কাপড়ের ব্যবসা করে আমাদের জীবিকা অর্জন করতে হয়। করোনার পর থেকে বেচাকেনা কমে গেছে।কোনো উৎসব আসলে শাড়ী কাপড় বিক্রি বেড়ে যায়।আগে যেমন বিক্রি হতো এখন আর তেমন শাড়ি কাপড় বিক্রি হয় না।
ব্যবসায়ী মুজিবর মিয়া বলেন, এই হাটে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আসেন পাইকারি কাপড় কিনতে।আগের মতো তেমন বেচাকেনা নাই।১০-১৫ বছর আগে এই হাটে ক্রেতাদের সমাগম বেশি হতো বেচাকেনাও ভালো হতো।সুতার দাম বৃদ্ধি ও শ্রমিকদের মুজুরি ভাড়ার কারণে অনেক তাঁত শিল্প বন্ধ হয়ে যাচ্ছে।কাপড়ের দামও বৃদ্ধি পেয়েছে।
আরেক ব্যবসায়ী সুব্রত পাল বলেন,করটিয়ার হাট টাঙ্গাইলের ঐতিহ্য। আমি ১৬ বছর ধরে এ হাটে শাড়ি বিক্রি করে আসছি। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বাইরে থেকেও পাইকাররা আসে শাড়ি কিনতে। এখানে কাপড়ের দাম তুলনামূলকভাবে কম। এজন্য মানুষ এ হাটে শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র কিনে স্বাচ্ছন্দ্যবোধ করেন।এই হাটে পুরুষদের পাশাপাশি নারীরাও কেনাকাটা করতে আসেন।করোনার পর থেকে ব্যবসায়ীদের বেচাকেনা কমে গেছে।ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মো: শাহ্ জাহান আনছারী বলেন,করটিয়ার হাট টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হাট।এই হাটে আগে সপ্তাহে শত কোটির টাকার শাড়ী কাপড় বিক্রি হতো।এখন চার ভাগের এক ভাগ শাড়ী কাপড়  বিক্রি হয় না।করোনার পর থেকে বেঁচাকেনা কমে গেছে।ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।হাটে রাস্তার সমস্যা ছিল, এখন আর সেই সমস্যা নেই।হাটের অনেক উন্নয়ন হয়েছে।হাটের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবো।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews