1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
৫৩ বছরে স্বপ্নের ঠিকানায় রেখাসহ ২১ টি পরিবার - Amader Tangail 24
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
বাসাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত কালিহাতীতে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক বাসাইলে তামাক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা নাগরপুর আলিম মাদ্রাসার কেউ পাস করেনি। সখিপুরে এমপিকে আত্মার হুমকির প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা নাগরপুরে বিয়ে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু আজ ভয়াল ১৩ মে, টর্নেডোর আঘাত আজও ভুলেনি বাসাইলবাসী উল্লাপাড়ায় ৪ মাদ্রাসায় কোন শিক্ষার্থীই পাশ করেনি  ভূঞাপুরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা! উপজেলা পরিষদ নির্বাচন ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের মনোনয়ন পত্র বাতিল সখিপুরে আ.লীগের বিরুদ্ধে আ.লীগের প্রতিবাদ সভা কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার

৫৩ বছরে স্বপ্নের ঠিকানায় রেখাসহ ২১ টি পরিবার

এম এম হেলাল
  • প্রকাশ : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৭৪ ভিউ

 

 

বড় থেকে হুনছি (শুনেছি) বাবায় সব জমি-জমা বেইচা দিছে। ছোট থেকে চাচতো ভাই আরশেদের বাড়িতে থাকি । নিজের বাচ্চা হয় নাই বোনের ছেলে ফারুকরে বড়ো কইরা বিয়া করাইছি। ছোট থিকা কতো খোয়াব (স্বপ্ন) দেখছি নিজেগো ঘর হবো, জমি হবো। হেই খোয়াব পুরা করলো শেখ হাসিনায়। এভাবেই গতকাল দুপুরে ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান শেষে কথা গুলো বলছিলেন নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি মোদকপাড়া গ্রামের ৫৩ বছর বয়সি রেখা আক্তার। মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে ২য় পর্যায়ে উপজেলার ২১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, মিজানুর রহমান মজনু প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২১টি ও প্রথম পর্যায়ে ১৪৫টি ভূমি ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ উপহার পেলেন।

বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের সুজন চন্দ্র সুত্রধরের স্ত্রী ইতি রানী সুত্রধর, একই গ্রামের মৃত গনেশ চন্দ্র পালের স্ত্রী মমতা রানী পাল, দায়েম লুহুরিয়া গ্রামের মােঃ আঃ কাদেরের স্ত্রী ভানু, মােঃ সেন্টুর স্ত্রী রাহেলা বেগম, মৃত নুর হােসেনের স্ত্রী মনােয়ারা বেগম, মৃত আলীম উদ্দিনের মেয়ে বিউটি আক্তার, মৃত মীর সহিদের ছেলে মীর রনি,
পালিমা গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে মােঃ চান মিয়া ওরফে আদম, বিল পালিমা গ্রামের মৃত ইয়ার মামুদের স্ত্রী মােছাঃ হাছনা খাতুন, মুজাফরগাতী গ্রামের মৃত পঁচা শেখের ছেলে ময়েন উদ্দিন, খিলদা গ্রামের সিহাব উদ্দিনের স্ত্রী মিতু আক্তার,
চক ডাকাতিয়া গ্রামের রুবেল খানের স্ত্রী বিলকিছ আক্তার।

নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের নেধু মহন সূত্রধরের ছেলে অক্ষয় চন্দ্র সূত্রধর, মৃত নিতাই চন্দ্র সূত্রধরের ছেলে শিবনাথ চন্দ্র সূত্রধর, মােঃ ছামান আলীর ছেলে মােঃ সােবাহান, নগরবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মােঃ আরশেদ আলী, পালিমা গ্রামের মৃত জোয়াহের আলীর ছেলে মােঃ হজরত আলী ও মােঃ ফরিদুর রহমান, নারান্দিয়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোঃ মির্জা, মৃত আজমত আলীর ছেলে আকাশ, নগরবাড়ী গ্রামের মৃত তুফান আলীর মেয়ে রেখা বেগম ভূমি ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ উপহার পেলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা নির্বাহী প্রকৌশলী জহির মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুছ ছালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও নাগবাড়ি ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছোহরাব আলী, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এবিএম নুরুল আলম খসরু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আব্দুল মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা সহ উপহার পাপ্ত ২১টি পরিবারের লোকজন।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews