কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না,একটি জাল ভোট ধরতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে,৫টি জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ দেওয়া হবে। নির্বাচনে ভোটার উপস্থিতি না বাড়লে আমার কিছুই হবে না, সারা দুনিয়ায় হাসিনার সমস্যা হবে।
সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার(০৩জানুয়ারি)বিকালে নির্বাচনী আখেরী মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গামছা প্রতীকের একটি বিশাল মিছিল সখিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এমএ ছবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাসরিন কাদের সিদ্দিকী, আবুল মনসুর আহমেদ আজাদ সিদ্দিকী, আ.হালিম সরকার লাল, এ টি এম আবু সালেহ হিটলু, সানোয়ার হোসেন মাষ্টার, দুলাল হোসেন মাষ্টার, সানোয়ার হোসেন সজীব, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর,হাবিবুন্নবী সোহেল প্রমুখ। জনাব কাদের সিদ্দিকী চ্যালেঞ্জ ছুড়ে বলেন,নির্বাচনের পর ৬মাসের মধ্যে সখিপুরের মরনফাঁদ আটিয়া বন অধ্যাদেশ-৮২ বাতিল করবো ও ৬২ আরওআর এর খাজনা/ট্যাক্স সখিপুরবাসী দিতে না পারলে হাতে চুরি পড়বো।