বাংলাদেশ আওয়ামী অনলাইন টিম বোট টাংগাইল জেলার মধুপুর উপজেলা শাখা টিম-বোট এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৯নভেম্বর (সোমবার) রাত-৯টায় ডাঃ আকাশ মাহমুদ সোহেল, সভাপতি টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট কর্তৃক উদ্বোধন পরবর্তী মোঃ নছিব ফকির-এর সভাপতিত্বে, মোঃ বাবুল সরকারের সঞ্চালনায় মধুপুর উপজেলা আওয়ামী অনলাইন টিম বোট-এর অনলাইন সন্মেলনে গ্রুপে মোঃ নসিব ফকির কে আহবায়ক এবং মোঃ বাবুল সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৩মাসের জন্য সার্বিক বিচার-বিশ্লেষণ সাপেক্ষে ৩১সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এই আহবায়ক কমিটির সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল করিম স্বপন, যুগ্ম-সাধারণ, কেন্দ্রীয় কমিটি টিম-বোট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর হোসেন সানী, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ সাদউল্লাহ সুমন, সিনিঃ সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট। মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট। মোঃ মনির হাসান, সিনিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট। মোঃ পাপন মিয়া, দপ্তর সম্পাদক, টাঙ্গাইল জেলা শাখা টিম-বোট। মোঃ শফিকুল ইসলাম, উপদেষ্টা মধুপুর উপজেলা টিম-বোট।
সন্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ নব নির্বাচিত আহ্বায়ক কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে ধারণ করে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ত্বরান্বিত রাখতে ইতিবাচক কর্মকান্ড পালন করে সরকারের উন্নয়ন ও সফলতাকে জাতির নিকট তুলে ধরবেন। পাশাপাশি সরকার বিরোধী অপশক্তির অপপ্রচার কে প্রতিহত করতে ভূমিকা রাখবেন।
পরিশেষে নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নির্বাচিত সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সন্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
এম.এইচ/ডি