অপেক্ষার পালা শেষ হয়েছে। ইন্টার মিয়ামি জার্সিতে অভিষেক হয়েছে বিশ্বজয়ী লিওনেল মেসির। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। অভিষেক ম্যাচ রাঙিয়েছেন গোল করে। শেষ মুহূর্তের দুর্দান্ত ফ্রি-কিক গোলে জয়ের নায়ক বনে গেছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার ভোরে লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসির গোলে ২-১ ব্যবধানের জয় তুলেছে ক্লাবটি।
ম্যাচের শুরুতে মেসিকে না দেখে কিছুটা হতাশই হন উপস্থিত সমর্থকরা, ২০ হাজারেরও বেশি উপস্থিতি ছিল। শুরুতে ছিলেন না মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসও। পূর্ব ঘোষণা অনুযায়ী মিয়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য এমন আভাসই দিয়েছিলেন।
রবার্ট টেলরের গোলে ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিয়ামি। ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে মেসিকে নামান কোচ। সঙ্গে নামানো হয় বুসকেটসও। ৬৫ মিনিটে লিড হারায় মিয়ামি। ইউরিয়েল আনতুনা গোলে সমতায় ফেরে ক্রুজ আজুল।
ম্যাচের ৮৭ মিনিটে সতীর্থকে পাস দিয়ে গোলও করিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। তবে শেষ মুহূর্তে ট্রেডমার্ক ফ্রি–কিকে জাদু দেখান মেসি। ৯৪ মিনিটে বাঁ-পায়ের ক্ল্যাসি ফ্রি-কিকে গোল করে জয়ের নায়ক বনে যান বিশ্বজয়ী মেসিই।