ওয়াশিংটন ডিসি: মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উচ্ছ্বাস ও উত্তেজনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনগণের ভোটের ভিত্তিতে ঠিক হবে কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, এবং সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।
প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচয়
কমলা হ্যারিস: কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন ইতিহাসে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে, তিনি হ্যারিসকে সমর্থন দেন। সেই সমর্থন নিয়ে তিনি এবার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডোনাল্ড ট্রাম্প: ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হলেও, এবারে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটে কে এগিয়ে?
জনমত জরিপে দেখা যাচ্ছে যে, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। কিছু জরিপে কমলা হ্যারিস সামান্য এগিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে ট্রাম্পের সমর্থনও বেশ শক্তিশালী। বিশেষ করে পেনসিলভানিয়া, ফ্লোরিডা এবং মিশিগানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান। এই রাজ্যগুলোতে ভোটারদের মতামতই অনেকাংশে নির্ধারণ করবে কে হবে আগামী প্রেসিডেন্ট।
জনসমর্থন কাদের পক্ষে?
নির্বাচনী প্রচারণার সময় দেখা গেছে, তরুণ ভোটার, নারী ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস। অন্যদিকে, ট্রাম্পের প্রতি সমর্থন বেশি গ্রামীণ এলাকায় এবং কর্মজীবী মধ্যবিত্ত শ্রেণির মধ্যে, যারা ঐতিহ্যগতভাবে রিপাবলিকান পার্টির সমর্থক। উভয় প্রার্থীই নিজেদের সমর্থকদের ব্যাপকভাবে সক্রিয় করেছেন, যা নির্বাচনের প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে।
ভোট গণনা ও ফলাফল প্রকাশ
ডাকযোগে ভোট এবং আগাম ভোটের সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এজন্য ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, সম্পূর্ণ ফলাফল ঘোষণা করতে কয়েক দিন সময় লাগতে পারে, তবে সব রকম প্রক্রিয়া নিশ্চিতভাবে সঠিকভাবে সম্পন্ন হবে।
বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে সম্ভাবনা
নির্বাচনী বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে ইলেক্টোরাল কলেজের গুরুত্বপূর্ণ ভোটগুলোই চূড়ান্ত ফলাফলে বড় ভূমিকা রাখবে। কোনো প্রার্থী যদি ২৭০ বা তার বেশি ইলেক্টোরাল ভোট পেতে পারেন, তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। তবে সুইং স্টেটগুলোতে ফলাফলের দিক বদল হলে, প্রতিদ্বন্দ্বিতার চিত্রও বদলে যেতে পারে।
এবারের মার্কিন নির্বাচন শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। প্রার্থীদের নীতিমালা ও ভিন্ন ভিন্ন দর্শন মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নীতিমালাকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে। জনগণ তাদের মতামত দিচ্ছেন, এবং বিশ্বজুড়ে মানুষ সেই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।