1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
করোনা : শিথিল নয় কোরবানির বিধান (খুৎবা-পূর্ব বয়ানে পেশ ইমাম) - Amader Tangail 24
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
সড়ক দুর্ঘটনায় উল্লাপাড়ায় শাহ সিমেন্টের এস আর নিহত সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানালেন ভিপি নূর  বাসাইলে উজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ঘাটাইলের সবুজ পাহাড়ের বনে বিষের থাবা গোপালপুরে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে  দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত ঘাটাইলে বেস্ট লাইভ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অধ্যক্ষের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের কমিটি গঠনের অভিযোগ বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাসাইলে শিক্ষার্থীদের পূজা মণ্ডপ পরিদর্শন কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত টাঙ্গাইলের সখিপুরে এসপির পূজা মণ্ডপ পরিদর্শন যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে রহস্যজনকভাবে মাংস ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের শাস্তির দাবি

করোনা : শিথিল নয় কোরবানির বিধান (খুৎবা-পূর্ব বয়ানে পেশ ইমাম)

নিউজ ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭৭৬ ভিউ

ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হযরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পবিত্র কোরবানি মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব করা হয়েছে। কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার ন্যূনতম সুযোগ নেই। করোনার অজুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানি আদায় করতে হবে। গতকাল শুক্রবার জুমার খুৎবা-পূর্ব বয়ানে মসজিদের খতীব ইমামরা এসব কথা বলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রবেশ পথে সকাল থেকেই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। নগরীর মহাখালিস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচুর মুসল্লির সমাগম ঘটে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুক্রবার জুমার নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। অধিকাংশ মসজিদে জায়গা সঙ্কুলান না হওয়ায় মুসল্লিদের রাস্তার ওপর জুমার নামাজ আদায় করতে হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী গতকাল খুৎবা-পূর্ব বয়ানে বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হযরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পৃথিবীতে কোরবানি এসেছে। কিয়ামত পর্যন্ত এই কোরবানি চলমান থাকবে ইন শা আল্লাহ। পেশ ইমাম বলেন, আল্লাহপাক মুসলিম উম্মাহর জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। করোনার অজুহাতে কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তিনি বলেন, পবিত্র কোরবানি পরিহার করে দান সদকা করলে হবে না। বৃষ্টি বাদলের দিনে কোরবানির পশু জবাইয়ের বর্জ্য দ্রæত পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে।

নগরীর চকবাজার ইসলামবাগ বড় মসজিদের খতীব শাইখুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খুৎবার বয়ানে বলেন, করোনা মহামারীর অজুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। ঈদুল আযহায় যাদের কোরবানি দেয়ার সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই অতীতের ধারাবাহিকতা বজায় রেখে কোরবানির বিধান পালন করতে হবে। খতীব বলেন, ইসলামী গবেষকরা বলেছেন,প্রতিটি ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আর এই তাকওয়া মুমিনের কাছে আসবে পৃথক পৃথক ইবাদতের মাধ্যমে। সুতরাং কোনো এক প্রকার ইবাদত দিয়ে অন্য আরেক প্রকার ইবাদতে তাকওয়া অর্জন সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান প্রত্যেককেই কোরবানি দিতে হবে। এক্ষেত্রে কোনো মহল থেকেই কোনো প্রকার মতভেদ কাম্য নয় এবং শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্যও নয়।

লালবাগ ২৫ নং ওয়ার্ড জে এন সাহা রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদের খতীব মুফতি দেলোয়ার হোসেন আশরাফি খুৎবা-পূর্ব বয়ানে বলেন, আমাদের গুনাহের দরুণ আল্লাহপাক ইবাদত বন্দেগির দরজাও বন্ধ করে দিচ্ছেন। মুসলমানরা হজে যেতে পারছেন না। আমাদের গুনাহের কারণে আল্লাহপাক প্রাণঘাতী করোনা মহামারি দয়েছেন। তিনি বলেন, এখনো তওবার দরজা খোলা আছে। এই মহামারি থেকে মুক্তি পেতে বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। তিনি বলেন, আল্লাহপাক যাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাদেরকেই ইবাদত বন্দেগির সুযোগ প্রদান করেন।

ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদের খতীব মাওলানা মো.মনিরুল ইসলাম গতকাল খুৎবার বয়ানে কোরবানির ফজিলত তুলে ধরে বলেন, কোরবানি দিলে এর চেয়ে উত্তম আমল আর নেই। কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, চুল, খুর ও রক্ত আল্লাহর দরবারে হাজির হবে। খতীব বলেন, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহপাকের দরবারে কবুল হয়ে যাবে। কোরবানির পরিহার করে দান সদকা করলে তার ওয়াজিব আদায় হবে না। যারা কোরবানি দিবেন তারা যেনো চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবাই পর্যন্ত হাত পায়ের নখ, গোফ ও অন্যান্য পশম কাটবেন না।

কামরাঙ্গীর চর নূরিয়া মাদরাসা জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী খুৎবার বয়ানে বলেন, কোরবানির কোনো বিকল্প পথ নেই। কিয়ামতের দিন কোরবানির প্রত্যেক পশমের জন্য আল্লাহপাক নেকি দান করবেন। কোরবানির বিধান কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জারি থাকবে ইন শা আল্লাহ। তিনি বলেন, সাহাবায়ে কেরামের যুগেও মহামারি ছিল। ঐ সময়েও তারা কোরবানির বিধানকে পরিহার করেননি। কোরবানি নিয়ে যারা চক্রান্ত করবে তাদের পরিণাম শুভ হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সেগুনবাগিচা মসজিদে নূরের খতীব মুফতি আব্দুল কাইয়ূম সুবহানি খুৎবা-পূর্ব বয়ানে বলেন, মানুষের উচিৎ আল্লাহপাকের অগণিত নেয়ামত ও অনুগ্রহকে স্মরণ করে তার প্রতি আস্থাশীল হওয়া। আল্লাহর পক্ষ থেকে কোরবানি একটি বড় অনুগ্রহ। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির এ সুযোগকে কোনো ভাবেই হাত ছাড়া করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনেই সামর্থ্যবান ব্যক্তিদের কোরবানি আদায় করতে হবে।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews