টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় একটি প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম-আল-মামুন মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শুকুর মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুছ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মজনুর রহমান জয়, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন বাবু সহ উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।