1. admin@amadertangail24.com : md Hasanuzzaman khan : The Bengali Online Newspaper in Tangail News Tangail
  2. aminulislamkobi95@gmail.com : Aminul islam kobi : Aminul islam kobi
  3. anowar183617@gmail.com : Anowar pasha : Anowar pasha
  4. smariful81@gmail.com : ArifulIslam : Ariful Islam
  5. arnobalamin1@gmail.com : arnob alamin : arnob alamin
  6. dms09bd@yahoo.com : dm.shamimsumon : dm shamim sumon
  7. kplithy@gmail.com : Lithy : Khorshida Parvin Lithy
  8. hasankhan0190@gmail.com : md hasanuzzaman : md hasanuzzaman Khan
  9. monirhasantng@gmail.com : MD. MONIR HASAN : MD. MONIR HASAN
  10. muslimuddin@gmail.com : MuslimUddin Ahmed : MuslimUddin Ahmed
  11. sayonsd4@gmail.com : Sahadev Sutradhar Sayon : Sahadev Sutradhar Sayon
  12. sheful05@gmail.com : sheful : Habibullah Sheful
জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা'য় তাঁত শিল্পকে বিশ্ব দরবারে নিতে সংকল্পবদ্ধ টাঙ্গাইলের উপস্থিত আলোচকবৃন্দ - Amader Tangail 24
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ-
কালিহাতীতে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক বাসাইলে তামাক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা নাগরপুর আলিম মাদ্রাসার কেউ পাস করেনি। সখিপুরে এমপিকে আত্মার হুমকির প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা নাগরপুরে বিয়ে না দেওয়ায় অভিমানে ছেলের আত্মহত্যা গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু আজ ভয়াল ১৩ মে, টর্নেডোর আঘাত আজও ভুলেনি বাসাইলবাসী উল্লাপাড়ায় ৪ মাদ্রাসায় কোন শিক্ষার্থীই পাশ করেনি  ভূঞাপুরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা! উপজেলা পরিষদ নির্বাচন ঋণ খেলাপি দায়ে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও সালাউদ্দিনের মনোনয়ন পত্র বাতিল সখিপুরে আ.লীগের বিরুদ্ধে আ.লীগের প্রতিবাদ সভা কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি -ইউপি চেয়ারম্যান

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা’য় তাঁত শিল্পকে বিশ্ব দরবারে নিতে সংকল্পবদ্ধ টাঙ্গাইলের উপস্থিত আলোচকবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ ভিউ

“তাঁতশিল্পের উন্নয়নে টাঙ্গাইলকে ১০০ ইপিজেডের পরিকল্পনার আওতাধীন করা হবে” বললেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এডভোকেট মামুন অর রশিদ

বুধবার (০৬ ডিসেম্বর, ২০২৩) সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে দর্শকদের উপস্থিতিতে চ্যানেল আই’তে প্রতিদিন প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল অঞ্চলের ব্যবসায়িক অবস্থা, আঞ্চলিক অর্থনীতি, বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী অধিকার, তরুণদের উন্নয়ন ও রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এডভোকেট মামুন অর রশিদ, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট এস এম ফায়েজুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আবুল কাশেম এবং ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু। এছাড়াও, টাঙ্গাইল জেলার ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের পেশাজীবী সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৫ (সদর) সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মামুন অর রশিদ তার পরিকল্পনা নিয়ে আলোচনায় বলেন, “আগামী নির্বাচন পরবর্তী সময়ে সাংস্কৃতিক নগরী হিসেবে স্বীকৃত মহান মুক্তিযুদ্ধের পুণ্যভূমি টাঙ্গাইলকে স্মার্ট বাংলাদেশের প্রতিনিধি বানাতে চান।” টাঙ্গাইলের বস্ত্র নগরী গড়ে তুলতে যমুনার তীরে ১০০ ইপিজেড গড়ে তোলা হবে। তিনি আরও বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট দূরীকরনে টাঙ্গাইল পৌরসভাকে বর্ধিত করে সিটি কর্পোরেশনে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

ক্ষুদ্র তাঁতশিল্পীদের দুরবস্থা তুলে ধরে এডভোকেট এস এম ফায়েজুর রহমান বলেন, “তাঁতশিল্পীরা আর্থিকভাবে অস্বচ্ছল। তারা বিদ্যুৎ সমস্যার কারনে উৎপাদনে পিছিয়ে যাচ্ছে।” ট্রেড লাইসেন্স সংক্রান্ত জনভোগান্তির চিত্র বিশ্লেষণ করে তিনি আরও বলেন, ব্যবসায়ী-রিকশাচালক সবাইকে লাইসেন্স নিতে গেলে গ্রামের জমি-জমা বিক্রি করতে হয়। লাইসেন্স ফি কমানো হলে, ব্যবসায়ের পরিধি প্রসার করা সম্ভব। সাংস্কৃতিক নগরী হলেও টাঙ্গাইল শিল্প একাডেমীর বেহাল অবস্থা নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেন। শহরের মানুষের জন্য কোনো বিনোদনের জায়গা নেই বলে অভিযোগ করেন তিনি।

সাবেক সংসদ সদস্য আবুল কাশেম টাঙ্গাইলের গ্যাস স্বল্পতার প্রসঙ্গে বলেন, “গ্যাস সহজলভ্য করা হলে গ্রামাঞ্চলে অনেক গ্যাস ভিত্তিক শিল্পায়ন সম্ভব হতো।” তাঁতশিল্পকে বাঁচাতে শিল্প নগরীর কোনো বিকল্প নেই, বলে অভিমত পোষণ করেন তিনি।

তাঁত কারিগরদের জন্যে সহজ ঋণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হলে, টাঙ্গাইলের জনশক্তি বিদেশে গিয়ে যে অর্থ উপার্জন করে, তা দেশেই করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদুল হাসান পিপলু তার বক্তব্যে টাঙ্গাইলের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিশুদ্ধ পানির সংকট, খানা-খন্দে জর্জরিত রাস্তা-ঘাট, ছোট নালা, খাল-বিলের জন্য প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।” দ্রুত সমস্যা সমাধানের উপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকরা সরাসরি আলোচকদের আঞ্চলিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচকরা তার উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমান।

নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2021
Theme Customized BY LatestNews