টাঙ্গাইলের দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বিএনপি ও জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিরোধ প্রস্তুতি ও সমাগত নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম উল্লেখ করেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, জাতীয় স্বার্থে নৌকা প্রতিকে ভোট দিয়ে ভুমিকা রাখা আমাদের ঈমানী দায়িত্ব।
সবশেষে তিনি সারাদেশ ব্যাপী সরকারের বিস্তর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
ডুবাইল ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য মঈন সিদ্দিকী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার বজলুর রশিদ পটলু, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মোশারফ হোসেন মোরশেদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু, দপ্তর সম্পাদক জুয়েল মিরবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন খান প্রমূখ।