টাঙ্গাইলের বাসাইলে চালের দোকানে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
মঙ্গলবার(০৫ নভেম্বর) বিকেলে বাসাইল উপজেলার বিভিন্ন চালের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। অভিযানে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়,পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর ১৪ ধারায় দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: সবুজ মিয়া।