টাঙ্গাইলের ভূঞাপুরে পাঁচ বছর আগে পালিয়ে যাওয়া ০১টি ০৬ মাসের জিআর সাজা পরোয়ানা ও ০৪ টি লাল কালির জিআর পরোয়ানাসহ মোট ০৫ টি পরোয়ানায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
রবিবার(২১) মে’ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূঞাপুর থানায় কর্মরত এসআই মোহাম্মদ লিটন মিয়ার নেতৃত্বে একদল চৌকস টিম গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় রাতভর অভিযান পরিচালনা মাধ্যম আসামিকে গ্রেপ্তার করে।
শফিকুল(৩৪) উপজেলার আমুলা দহভরট গ্রামের মৃত আজহার আলীর ছেলে।
এ ব্যাপারে ওসি ফরিদুল ইসলাম জানান, ৫ বছর আগে পালিয়ে যাওয়া ওয়ারেন্ট ভুক্ত আসামি শহিদুলকে এসআই মোহাম্মদ লিটন মিয়ার নেতৃত্বে একদল চৌকস টিম গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় রাতভর অভিযান পরিচালনা মাধ্যম গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।