টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উত্তম কুমার সাহার ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে।শনিবার রাতে উপজেলা সদরের আন্ধরায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম কুমার সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান।
এদিকে রবিবার সকালে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ রোডের পুরাতন শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেছেন।
এানববন্ধন চলাকালে হামলাকারীদেও দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সম্পাদক জামিল হোসেন প্রমুখ।
জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে উত্তম সাহা পৌরসভাস্থ কুতুব বাজার থেকে নিজ বাড়ী আন্ধরায় যাচ্ছিলেন। পথিমধ্যে রণদা প্রসাদ সাহার বাড়ীর পশ্চিম পাশে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমন করে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা হামলা করে তাঁকে গুরুতর আহত করে সর্বস্ব লুটে নেয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।