আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকা থেকে কুয়ালালামপুর-এর উদ্দেশ্যে সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকার গন্তব্যে বুধ ও শনিবার বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যসমূহ বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ওয়েবসাইট এ পাওয়া যাবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ২১ মার্চ ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশ। বন্ধ করা হয় দেশের অভ্যন্তরীন বিমান চলাচলও। পরে ধীরে ধীরে আবারও কিছু ফ্লাইট চালু করা হয়।
সূত্রঃ