অন্ধকারের পথ -মারুফ হাসান
সেদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
তোমার একটি মাত্র না বোধক শব্দে
অস্তিত্ব বিপন্ন হয়েছিল আমার।
আমি আজও দেখতে পাইনা সেই থেকে
আমি আকাশ দেখিনা, আমি দেখিনা নিজেকে
আমি আর খুঁজিনা তোমাকে কিংবা বালিশের নিচে
চেপে থাকা মোবাইলটাতে খুঁজিনা কোন এসএমএস কিংবা মিস্ড কল।
আমার শরীর কেঁপেছিল খুব সেদিন
আর আমি কেঁদেছিলাম কাপুরুষ এর মতো
তোমার ওসব জানার কথা নয়, তুমি জানবেনা কোনদিন
জন্মদিনে তোমার যখন কেক কাটার আয়োজন চলছিল
আমি বৃষ্টিতে ভিজেছিলাম একা একা
আর আমি একা হতে হতে হতে …
একটা ধুসর জগত বানিয়ে নিয়েছি নিজের মতো করে
সেইদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
আজও আমি অন্ধকারে পথ চলি।